ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার সমালোচনা চীনের

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

তাইওয়ানের কাছে একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানের পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে ‘আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি’ ও ‘সামরিক সংঘাত উসকে দেওয়ার’ প্রচেষ্টা বলে সোমবার মন্তব্য করেছে চীন। দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ তীব্র আকার ধারণ করার সময় এমন মন্তব্য এল।

এই মন্তব্য দুই দেশের বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে এসেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ মাসে বলেছিলেন, গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য চীনা হামলা টোকিওর সামরিক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘জাপানের দক্ষিণপন্থী শক্তিগুলো… জাপান ও পুরো অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি আরো বলেন, বেইজিং ‘তার জাতীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ও সক্ষম’।

মাও-এর মন্তব্য আসে রবিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির বক্তব্যের পর, যেখানে তিনি বলেন, তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র ১১০ কিমি (৬৮ মাইল) দূরে ইয়োনাগুনি দ্বীপে একটি মাঝারি-পাল্লার ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের পরিকল্পনা ‘স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে’।

মাও বলেন, ‘এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক এবং প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত’, বিশেষ করে তাকাইচির আগের মন্তব্যের প্রেক্ষাপটে।

তাকাইচির বক্তব্যের জবাবে চীন রাষ্ট্রমাধ্যমে তীব্র মন্তব্য, জাপানি সামুদ্রিক খাদ্যে নিষেধাজ্ঞা, জাপানি চলচ্চিত্র মুক্তি স্থগিত এবং নাগরিকদের জাপানে না যাওয়ার সতর্কতা—এসব ব্যবস্থা নিয়েছে।

নভেম্বরের মাঝামাঝি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছিল, তাইওয়ান ইস্যুতে শক্তি প্রয়োগ করলে জাপান ‘ধ্বংসাত্মক’ সামরিক পরাজয়ের সম্মুখীন হবে।

বেইজিং তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে মনে করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি ব্যবহারের সম্ভাবনা বাতিল করেনি। তবে তাইওয়ানের সরকার এই দাবি প্রত্যাখ্যান করে এবং বলে যে দ্বীপটির ভবিষ্যৎ একমাত্র তাইওয়ানের জনগণই নির্ধারণ করবে।

তাইপেতে সোমবার তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রঁসোয়া উ আইনপ্রণেতাদের বলেন, জাপান একটি সার্বভৌম দেশ হিসেবে নিজের ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে এবং ইয়োনাগুনির তাইওয়ানের নিকটবর্তী অবস্থানও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, ‘জাপানের সংশ্লিষ্ট সামরিক স্থাপনা শক্তিশালীকরণ মূলত তাইওয়ান প্রণালীর নিরাপত্তা রক্ষায় সহায়ক। সুতরাং এটি আমাদের জাতীয় স্বার্থের জন্যও সহায়ক, কারণ জাপানের তাইওয়ানের বিরুদ্ধে কোনো ভূখণ্ডগত দাবি বা বৈরিতা নেই।’

কোইজুমি রবিবার বলেন, ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্য ইয়োনাগুনিকে সুরক্ষিত করা। তিনি যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি, এই ইউনিট মোতায়েন করা হলে আমাদের দেশের ওপর সশস্ত্র হামলার সম্ভাবনা বরং কমে যাবে।


সংবাদটি শেয়ার করুন....