ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সরকারবিরোধী আন্দোলন’ স্থগিত করলেন ইমরান খান

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর দলের নেতাদের অনুরোধে ঘোষিত ‘সরকারবিরোধী আন্দোলন’ কয়েক দিনের জন্য স্থগিত করেছেন।

ইমরানের বোন আলিমা খান মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দেন।

তিনি বলেন, ইমরান খান দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এজন্য তিনি আরও কয়েক দিন অপেক্ষা করবেন। এর আগে এক এক্স পোস্টে সরকারকে সতর্ক করে ইমরান বলেছিলেন, যদি তাঁর দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে তিনি ‘সরকারবিরোধী আন্দোলন’ শুরু করবেন।
তাঁর দাবিগুলোর মধ্যে রয়েছে– ২০২৩ সালের ৯ মে’র দাঙ্গা এবং পিটিআই বিক্ষোভকারীদের ওপর চালানো ২৬ নভেম্বরের দমনপীড়নের বিচারিক তদন্ত এবং ‘রাজনৈতিক বন্দিদের’ মুক্তি। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ইমরান পাঁচ সদস্যের একটি আলোচনা কমিটি গঠন করেছেন।


সংবাদটি শেয়ার করুন....