ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সমালোচনার জবাব দিলেন জেফার

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে সংগীত পরিবেশন করেন জেফার রহমান। অনেকে প্রশ্ন তুলেছেন ওই কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন তিনি।

কনসার্টে তার পারফরমেন্সের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ার পর কেউ তার শাড়ি পরা নিয়ে কথা বলেন, আবার কেউ কেউ তাকে তাকে ‘অটো-টিউন’ শিল্পী বলেও মন্তব্য করেন। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন জেফার।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।

‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’

এদিকে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গাইবেন জেফার। এই অনুষ্ঠানে আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।


সংবাদটি শেয়ার করুন....