ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

পুঁজিবাজারের উন্নয়নে অর্থ উপদেষ্টার কাছে সুপারিশ জানাল ডিএসই-ডিবিএ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পুঁজিবাজারের উন্নয়নে পদক্ষেপ নিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে বেশ কিছু বিষয়ে সুপারিশ করেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে আট সদস‍্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টার সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এসব সুপারিশ করেন।

প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়গুলো এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন। এ ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।

উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেওয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সব অংশীজনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।


সংবাদটি শেয়ার করুন....