ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ওমরাহ পালনকারীদের সুখবর দিল মক্কা নগরী কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরবের মক্কা নগরী কর্তৃপক্ষ। সম্প্রতি ওমরাহ পালনকারীদের লাগেজ বিনা খরচ রাখার ব্যবস্থা করেছে তারা। মক্কা লাইব্রেরি ও গেট ৬৪ এর কাছে এ সুবিধা রাখা হয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববী কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ওমরাহ পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে এবং টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ওমরাহ পালনকারীরা নুসুক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। কাবা শরিফের আশপাশের সব এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।


সংবাদটি শেয়ার করুন....