ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

শীত কিছুটা বাড়তে পারে

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ডিসেম্বর প্রায় শেষ হয়ে এলেও দেশে এখনো সেই অর্থে শীত জেঁকে বসেনি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। শীতের তীব্রতা কিছুটা বাড়লেও এ সময় শৈত্যপ্রবাহের আশঙ্কা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকবে।

ফলে আগামী কিছুদিন শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে এ সময় শৈত্যপ্রবাহের আশঙ্কা কম। এরপর আবার কিছুদিন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আগামীকাল সোমবার।

দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পরদিন মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমতে পারে।আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।


সংবাদটি শেয়ার করুন....