ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সচিবালয়ে আগুন : আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কার্যক্রম এবং তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

এসব আলামতের সঠিক ফলাফল নিশ্চিতের জন্য তদন্ত কমিটি কিছু আলামত দেশের বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে চায়।
তিনি আরো জানান, প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে তদন্ত শেষ করতে কত সময় লাগবে।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল।


সংবাদটি শেয়ার করুন....