ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

আইসিসির মাসসেরার লড়াইয়ে নাহিদা-ফারজানা

স্পোর্টস ডেস্ক।।দ্য স্টার নিউজ
ডিসেম্বর ৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পাকিস্তানের বিপক্ষে সিরিজে বল হাতে বড় অবদান রেখেছেন নাহিদা আক্তার। টানা দ্বিতীয়বারের মতো তাই জায়গা করে নিয়েছে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়।

ব্যাটিংয়ে অবদান রেখে এই তালিকায় রয়েছেন ফারজানা হকও। নভেম্বরের সেরার লড়াইয়ে তাদের সঙ্গে রয়েছেন পাকিস্তানের সাদিয়া ইকবালও।

আজ নভেম্বরের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। যেখানে ছেলে ক্রিকেটারদের সেরার দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেটক। দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। জেতান দলকে। বাংলাদেশের এই সিরিজজয়ে সেরা ক্রিকেটারও মনোনিত হন নাহিদা। দারুণ এই পারফরম্যান্সে তাই জায়গা করে নিয়েছেন মাসসেরার তালিকায়।

একই সিরিজে ১১০ রান করেছেন ফারজানা। সিরিজ নির্ধারণী ম্যাচে তিনি ৬২ রানের দারুণ ইনিংস খেলে জেতান দলকে। দ্বিতীয় ম্যাচে করেন ৪০ রান। সিরিজজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি প্রথমবারের মতো জায়গা করে নেন আইসিসির মাসসেরার তালিকায়। পাকিস্তান সিরিজ না জিতলেও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন দলটির সাদিয়া ইকবাল। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেন ২ উইকেট। তিন ম্যাচে ১২.৫০ গড় ও ওভারপ্রতি ২.৫৮ রান খরচায় নেওয়া ৬ উইকেট নিয়ে তিনিও প্রথমবার পেয়েছেন মাস সেরার মনোনয়ন।


সংবাদটি শেয়ার করুন....