
ভোলার মনপুরায় এক নারীকে চার যুবক মিলে রাতভর গণধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
শনিবার ( ১৬ মার্চ) সকাল ১০ টায় ওই ধর্ষিতা নারী গণধর্ষণের অভিযোগে ৪ যুবকের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে অপর দুই যুবক পলাতক রয়েছে ।
আটকৃত দুই যুবক হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নসু মাঝির ছেলে মোঃ শরীফ (২১), অপরজন হলেন ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার পশ্চিম এওয়াজপুর গ্রামের বাসিন্দা আবুদল বারেক হাওলাদারের ছেলে মোঃ আকবর আলী (৩২)। পলাতক অপর আসামীরা হলেন, রায়হান ও আল-আমিন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,, শুক্রবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্তার মিয়ার বাড়ির নতুন বেড়ীর বাঁধের পূর্বপাশে খেজুর গাছের নিচে ৪ যুবক মিলে রাতভর গণধর্ষণ করে ওই নারীকে।
পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। অপর দুই আসামী পলাতক রয়েছে বলে জানান পুলিশ ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, এ ঘটনায় সকালে ওই তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর দুই আসামীকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে ।
