ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

তামিমের জন্য তারেক রহমানের দোয়া

অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অসুস্থ তামিম ইকবালের সুস্থতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোয়া প্রার্থনা করেছেন।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায় মনোবাক্যে আল্লাহর কাছে এ দোয়া করি।

সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে মাঠে নামার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এনজিওগ্রামের পর জানা যায়, অল্প সময়ের ব্যবধানে তার দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল।


সংবাদটি শেয়ার করুন....