ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় জেলে পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

রাকিবুল হাসান মনপুরা(ভোলা)প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরার কৃতি সন্তান চট্টগ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক মো:মামুন এর উদ্যোগে মনপুরায় অসহায় জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুরে মো.রাজিব হায়দার মনপুরা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সীমান্ত হেলাল ও বরিশাল প্রতিদিন এর মনপুরা প্রতিনিধি মেহেদী হাসান ৫০ টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করে।
গত (২৮ মার্চ) দৈনিক সময়ের আলো প্রত্রিকাসহ স্থানীয় অনেক গুলো প্রত্রিকায় ঈদের উচ্ছ্বাস নেই জেলেপল্লীতে এমন সংবাদ প্রকাশে পর চট্টগ্রাম ব্যবসায়ী ও সমাজসেক মোঃ মামুনের নজরে আসলে অসহায় জেলেদের মাঝে নিজ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণের ব্যবস্থা করেন ।
মোঃ মামুন মোবাইল ফোনে বলেন, সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম আমার উপজেলার জেলেদের মাঝে ঈদের কোন আনন্দ নেই । এবং তারা যে ঈদের সামগ্রী কিনবে তারও কোন পরিবেশ নাই ।আমি নিজ উদ্যোগে উপজেলা সাংবাদিকদের সাথে আলোচনা করে সীমিত সময়ের মাঝে ৫০ পরিবারের মাঝে চিনি, সেমাই, দুধ,কিসমিস সহ খাদ্যসামগ্রী ব্যবস্থা করি ।

তিনি আরো বলেন আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যারা নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন।এই ঈদ সামগ্রী বিতরণ আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র । আমরা চাই, সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও সংগঠন একসঙ্গে কাজ করলে কোনো অসহায় মানুষ না খেয়ে থাকবে না, কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।তারা মনে করেন, সমাজের প্রত্যেকটি বিত্তবান ব্যক্তি বা সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

এলাকাবাসি বলেন,মনপুরার কৃতি সন্তান চট্টগ্রাম এর ব্যবসায়ি সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। আরো কয়েকবার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসিত হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....