
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে।
সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের মন্তব্য প্রকাশ করেছেন দেশের অভিনয় ও সংগীতশিল্পীরা। আজ সোমবার নিজের প্রতিবাদ তুলে ধরেছেন নব্বই দশকের নায়ক ওমর সানি।
ফেসবুকে সানী লিখেছেন, হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।
ওমর সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।