ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ফের চোটে শঙ্কায় নেইমারের ব্রাজিল দলে ফেরা

স্পোর্টস ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচগুলো সেপ্টেম্বরে খেলবে ব্রাজিল। সেই ম্যাচ খেলতে ব্রাজিল দলে ফেরার কথা নেইমারের। প্রায় দুই বছর ধরে দলের বাইরে আছেন তিনি।

চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুই ম্যাচ দিয়ে নেইমারের মাঠে ফেরার কথা থাকলেও দুঃসংবাদ রয়েছে ব্রাজিল ও নেইমারের ভক্তদের জন্য। কার্লো আনচেলত্তির স্কোয়াডে ব্রাজিলের এই তারকার সম্ভাবনা ছিল জোরালো। কিন্তু ফের হানা দিয়েছে চোট। অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন ব্রাজিলিয়ান তারকা। পরে পরীক্ষা করে জানা গেছে উরুতে চোট ধরা পড়েছে।

দল ঘোষণার ঠিক আগের দিন নতুন করে ঊরুর ইনজুরিতে পড়েছেন এই সান্তোস ফরোয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ নেইমারের নতুন করে চোটে পড়ার বিষয়টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)।

ক্লাব জানিয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি চিকিৎসা শুরু করেছেন।

চোট থেকে ফেরার পর নেইমারের সবকিছু ভালোই চলছিল। টানা ৭ ম্যাচ ৯০ মিনিট খেলে ব্রাজিলের স্কোয়াডে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু স্কোয়াড ঘোষণার আগেরদিন নতুন এই চোটে সম্ভাবনা আবারও ক্ষীণ হয়ে এসেছে নেইমারের দলে ফেরার।

সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।


সংবাদটি শেয়ার করুন....