ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বিজয় দিবসে জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার ক্লাং শহরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ডিএলএস মেথডে লঙ্কানদের ২৮ রানে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।

কুয়ালামপুরে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আক্তার। আফিয়া আসিমা করেন ২৫ রান ও ২৪ রান করেন ব্যাটার সুমাইয়া আক্তার। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রাশমিকা সেওয়ান্দি।

জবাবে ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৪ রান পর্যন্ত তোলে লঙ্কান নারী দল। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সুমাইয়া আক্তার। ২টি করে উইকেট পান ফারজানা ও নিশি।  আফিয়া আসিমা নেন একটি উইকেট।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। আগামীকাল সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সুমাইয়ার দল। টুর্নামেন্টে নেই কোনো সেমিফাইনাল। দুই গ্রুপের সেরা চার দল অংশ নেবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল সরাসরি ফাইনাল খেলবে।


সংবাদটি শেয়ার করুন....