
তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। এটা যে হবে তা স্বাভাবিকভাবেই অনুমেয়। কারণ, সরকারের সঙ্গে পিটিআইয়ের সমঝোতা প্রচেষ্টা চলছে।
পিটিআইয়ের সঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় কমিটি গঠন করেছে সরকার। এর আগে বুশরা বিবিকে একদিনে রাওয়ালপিন্ডির দুর্নীতিবিরোধী আদালত (এটিসি) ৩২টি মামলা থেকে জামিন দেয়। রাওয়ালপিন্ডি, অ্যাটক এবং চকওয়ালসহ বিভিন্ন এলাকায় এ মামলাগুলো হয়েছিল। এসবই সুবাতাস দিচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। যদি সমঝোতা হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তিও হতে পারে।
পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বৃহস্পতিবার ইসলামাবাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের বিচারক শাব্বির ভাট্টির অনুমোদনে অন্তর্বর্তী জামিন পেয়েছেন বুশরা বিবি। ১৩ জানুয়ারি পর্যন্ত ৫০ হাজার রুপির বিনিময়ে তিনি এ জামিন পান। তারনোল পুলিশ স্টেশন এবং রমনা পুলিশ স্টেশনে করা মামলার শুনানিতে আইনজীবীদের সঙ্গে বৃহস্পতিবার আদালতে উপস্থিত হন বুশরা বিবি।
অন্যদিকে ২৩ ডিসেম্বর ইসলামাবাদের জবাবদিহিতা বিষয়ক আদালতম ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় মুলতবি রাখেন। এ মামলার রায় বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। তবে বিচারক নাসির জাভেদ রানা জানিয়েছেন, রায় দিতে বিলম্ব হবে। কারণ, শীতকালীন ছুটি আসন্ন এবং হাইকোর্টের কিছু কাজ বাকি আছে।
উল্লেখ্য, পাকিস্তানে ২৪ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে আদালতের শীতকালীন ছুটি থাকে। ফলে আগামী ৬ জানুয়ারি রায় ঘোষণা করা হবে।
