ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

জরুরি হাসপাতালে ভর্তি ইসরাইলি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়।

এবার প্রোস্টেট অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। এখন তিনি এই চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছেন। করা হবে অস্ত্রোপচার।

এর আগে, ২০২২ সালের ১৫ জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

গাজা সংকটের প্রেক্ষাপট

এদিকে নেতানিয়াহুর এই অস্ত্রোপচার এমন এক সময়ে হচ্ছে, যখন গাজায় তার পরিচালিত যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুঁকে ধুঁকে মরছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সতর্ক করে জানিয়েছে, হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি, বিদ্যুৎ, খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের জীবন-মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে ইসরাইলি বাহিনী আটক করে নিয়ে গেছে এবং হাসপাতালটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি ফিলিস্তিনিদের চিকিৎসা প্রাপ্তিকে আরও কঠিন করে তুলেছে।

নেতানিয়াহুর অস্ত্রোপচার এবং গাজার পরিস্থিতি উভয়ই ইসরাইলের বর্তমান রাজনৈতিক ও মানবিক সংকটকে নতুনভাবে সামনে তুলে ধরছে। সূত্র: আল-মায়াদিন


সংবাদটি শেয়ার করুন....