ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগেই সৌদি সফরে জেলনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে সৌদি সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১০ মার্চ) তিনি দেশটিতে সফরে গেছেন। এ সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র একসময় ইউক্রেনের প্রধান মিত্র ছিল। কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে কিয়েভের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটি ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও গোয়েন্দা তথ্য বন্ধ করে দিয়েছে।

জেলেনস্কি সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করেছেন। দেশটি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে বিভিন্ন মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে। এর মধ্যে অন্যতম হলো বন্দি বিনিময় এবং গত মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজন করা।

মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে, যা জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে বিপর্যয়কর বৈঠকের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এই আলোচনায় দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা এবং সমঝোতায় পৌঁছানোর আশা করছি। বাস্তবসম্মত প্রস্তাবগুলো টেবিলে রয়েছে। মূল বিষয় হলো দ্রুত এবং কার্যকরভাবে এগিয়ে যাওয়া।

রোববার ট্রাম্প বলেন, তিনি আসন্ন আলোচনা থেকে ভালো ফলাফল আশা করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করা ‘প্রায় শেষ’ করেছে।


সংবাদটি শেয়ার করুন....