ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

‘কাউকে কিছু বলে দিতে হবে না’, কড়া বার্তা রোহিতের

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ড্রেসিংরুমে আর থাকতে পারছিলেন না, পানি বিরতির সময়ই তাই কোচের অনুমতি নিয়ে মাঠে চলে যান। কথা বলেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ও বোলার সিরাজের সঙ্গে। হয়তো কিছু পরামর্শ দিয়েছিলেন। আসলে ব্যাটে রান নেই বলে নিজেই বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। কিন্তু দলের প্রতি নিষ্ঠা ও আনুগত্যের জায়গা থেকে এতটুকু সরেননি।

টেলিভিশনের সামনে যেসব বিশেষজ্ঞ অনুমান করছিলেন রোহিতকে বাদ দেওয়া হয়েছে, হয়তো অবসরই নিয়ে নেবেন তিনি। তাদের উদ্দেশেই গতকাল শনিবার রোহিতের কাভার ড্রাইভ। ‘বিশ্রামের সিদ্ধান্তটি অবসরের সিদ্ধান্ত না। আমি এই টেস্ট খেলছি না মানে এই নয় যে, আমি খেলা থেকেই সরে যাচ্ছি। আমি শুধু এই টেস্ট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি। কারণ আমার ব্যাটে রান আসছিল না। অবশ্য তার মানে এটাও নয়, দুই কিংবা পাঁচ মাস পর রান আসবে না। আমরা ক্রিকেটে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডে জীবন বদলাতে দেখেছি। নিজের ওপর এতটুকু আস্থা আছে, সময় বদলাবেই। একই সঙ্গে আমি বর্তমান পরিস্থিতিও মেনে নিয়েছি।’

সিডনি টেস্টের মাঝে বডকাস্ট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই গত কয়েক দিন ধরে তাঁকে নিয়ে চলা গুঞ্জন উড়িয়ে দেন রোহিত।

আসলে এবার অস্ট্রেলিয়া আসার পর তিন টেস্টে মাত্র ৩১ রান করেছিলেন রোহিত। ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার থেকে ভারতীয় মিডিয়া তাঁর এই অফফর্ম নিয়ে প্রবল সমালোচনা করতে থাকে। সেই অবস্থাতেই নিজেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নেন। ‘সিডনি টেস্টের মতো গুরুত্বপূর্ণ টেস্টে একই সঙ্গে দলের অনেক অফফর্ম ব্যাটারকে বহন করা কঠিন ব্যাপার। মেলবোর্ন টেস্টের পর থেকেই ব্যাপারটি নিয়ে আমি ভাবছিলাম। নতুন বছরের প্রথম দিন বলে কাউকে আমার সিদ্ধান্তের কথাটি জানাইনি। পরে সবাইকে ব্যাখ্যা করেছি। এটা ঠিক, সিদ্ধান্তটি নেওয়া আমার জন্য কঠিনই ছিল। তবে সিদ্ধান্তটা দায়িত্বশীল ছিল। এত বছর ধরে ক্রিকেট খেলার পর যে কেউ এটা বোঝে, তাকে কী করতে হবে, কি করতে হবে না।’

সমালোচকদের এক হাত নিয়ে রোহিত জানিয়ে দেন, এতদিন খেলার পর তাঁর একটু হলেও বুদ্ধিশুদ্ধি হয়েছে। ‘যারা ল্যাপটপ, পেন, মাইক্রোফোন নিয়ে আপনাকে উপদেশ দেবে, তারা কিন্তু আপনার জীবন বদলাতে পারবে না। আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, কেউ এসে বলার দরকার নেই আপনাকে কখন খেলা ছেড়ে দিতে হবে। আমি দায়িত্বশীল, পরিণত এবং দু-দুটি বাচ্ছার বাবা; সুতরাং জীবনে আমাকে কী করতে হবে সেই সম্পর্কে ধারণা অন্তত আছে।’


সংবাদটি শেয়ার করুন....