ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বিপিএলের মান রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিপিএল ঘিরে বিতর্কের শেষ নেই। তবে আজকের বিতর্কিত ঘটনা যেন সব কিছুকেই ছাপিয়ে গেছে। পারিশ্রমিক না পাওয়ায় আজ দুর্বার রাজশাহীর হয়ে খেলতে রাজি হননি দলটির বিদেশি খেলোয়াড়রা। তাতে ম্যাচ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

শেষ পর্যন্ত অবশ্য একটা উপায় বের করে বিপিএলের টেকনিক্যাল কমিটি। বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় খেলাতে পারে দলগুলো। আর ম্যাচে কমপক্ষে ২ জন খেলোয়াড়কে একাদশে রাখা বাধ্যতামূলক। কিন্তু রাজশাহী বিদেশি খেলোয়াড়দের রাজি করাতে না পারায় বিপাকে পড়ে।
তাই বাধ্য হয়ে টেকনিক্যাল কমিটির কাছে বিদেশি ছাড়া রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে আবেদন করে।

বিপিএলের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু আজ টুর্নামেন্টের যতটুকু মান আছে তা বাঁচাতে বিশেষ ব্যবস্থা করে টেকনিক্যাল কমিটি। বিশেষ ক্ষমতায় বিদেশি ছাড়াই একটি ম্যাচ খেলার সুযোগ দেয় রাজশাহী।
অথচ পারিশ্রমিকের এই ঝামেলা অনেক আগেই সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু কথা দিয়ে কথা রাখেনি মালিকপক্ষ।

শুধু ক্রিকেটারদের পারিশ্রমিক নয়, বকেয়া পরিশোধ করতে না পারায় রাজশাহীকে হোটেলও পরিবর্তন করতে হয়েছে। সব মিলিয়ে এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিবি। ঘটনার তদন্ত করে তাই কঠিন শাস্তির কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহামান মিঠু।
তিনি বলেছেন, ‘এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’

বিপিএলের ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয়টিও স্বীকার করেছেন মিঠু। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের স্বার্থ ও দেশের মর্যাদা- দুটিই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট যদি ভালোভাবে শেষ করতে না পারি তাহলে সেটি সুনাম বয়ে আনবে না। এটা (বিদেশিদের পারিশ্রমিক পরিশোধ) নিয়ে কোনো প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? এ জন্যই আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্ত ভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব।’


সংবাদটি শেয়ার করুন....