ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না—পারিশ্রমিকের বিষয়ে মালান

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিপিএল শুরুর আগে অনেক আশার বাণী শোনানো হয়েছিল। টুর্নামেন্টের ইতিহাসে এবারেরটি অন্যবারের চেয়ে আলাদা হবে। সেরা টুর্নামেন্ট বলতে যা বোঝায় তেমনি ইতিবাচক কথাই বলা হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর চোখ কপালে ওঠার মতো অবস্থা।

একের পর এক নেতিবাচক ঘটনায় বিপিএলের ইতিহাসে সবচেয়ে বাজে টুর্নামেন্টের সার্টিফিকেট পাচ্ছে। পূর্বের আসরগুলোতে যা দেখা যায়নি সেই সব কলঙ্কময় অধ্যায় এবারের বিপিএলে দেখা গেছে। তার মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে হুলুস্থুল এক ঘটনাই ঘটল। বিপিএলের নিয়ম ভেঙে দুর্বার রাজশাহী ম্যাচ খেলল কোনো বিদেশি ছাড়াই।
অথচ নিয়মানুসারে প্রতিটি ম্যাচে কমপক্ষে ২ জন বিদেশি ক্রিকেটার থাকা বাধ্যতামূলক।

রাজশাহীর দলে শুধু দুজন না নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার খেলানোর সুযোগ ছিল। কিন্তু বিদেশি খেলোয়াড়রা প্রতিশ্রুতি মতো ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে টাকা না পাওয়ায় খেলতে রাজি হননি। তাতে অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী হয় বিপিএলে।
টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিদের এমন উদাসীনতায় ক্ষুব্ধ হয়েছে বিসিবি। দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

পারিশ্রমিক ইস্যু নিয়ে আজ কথা বলেছেন বিদেশি দুই ক্রিকেটার। তার মধ্যে ৬৩ রানের ইনিংস খেলে ফরচুন বরিশালকে টানা পঞ্চম জয় এনে দেওয়া ডেভিড মালান সহজ সমাধান দিয়েছেন। বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, টাকা থাকলে দল নেবেন না থাকলে নেবেন না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মালান বলেছেন, ‘আমি আসলে নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। এই দলটা দারুণ। টুর্নামেন্ট যেটাই হোক না কেন, মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং তাদেরও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ। কারো যদি টাকা থাকে সে দল নেবেন, না থাকলে দল নেবেন না, সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত। আশা করি সামনেও হবে না।’

অন্যদিকে বরিশালের কাছে পরাজয় নিয়ে মাঠ ছাড়া খুলনা টাইগার্সের বিদেশি ব্যাটার উইলিয়াম বসিস্টো বলেছেন, ‘হ্যাঁ, চুক্তি অনুযায়ী আমি পেয়েছি। অন্য দলে যে সমস্যা হচ্ছে তা আসলে হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে। খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব পারফরম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া। দলের মালিক হিসেবে আরেকজনের দায়িত্ব চুক্তিতে থেকে কাজ করা। এটা হচ্ছে না ব্যাপারটা হতাশার। তবে খুলনা এখানে দারুণ ছিল।’


সংবাদটি শেয়ার করুন....