ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

উদ্বোধনী ম্যাচে ‘সাহসী’ সৈকতে আস্থা রাখছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তার সঙ্গী হবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বণ্টন করেছে আইসিসি। গ্রুপপর্বের ১২ ম্যাচের মধ্যে ৪টিতে দায়িত্ব পালন করবেন সৈকত।

উদ্বোধনী ম্যাচ ছাড়াও আগামী ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। এছাড়া ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ও ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি।

আইসিসির এলিট প্যানেলে নাম লেখানো প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কিছু ‘সাহসী’ সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজেও আম্পায়ারিং করছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেল

কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

চ্যাম্পিয়ন্স ট্রফির রেফারিং প্যানেল

ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।


সংবাদটি শেয়ার করুন....