ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বসুন্ধরা কিংসে রিয়াল-লিভারপুলে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে বড় চমক দেখিয়েছে বসুন্ধরা কিংস। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুলের যুব দলে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লেসকানোকে দলে নিয়েছে বাংলাদেশি ক্লাবটি।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে লেসকানোর নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জমা দিয়েছে কিংস। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন দেশের ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাবের হয়ে।

আর্জেন্টিনায় জন্ম হলেও লেসকানোর ফুটবল যাত্রা শুরু হয় স্পেনের ক্লাব ইন্টার দি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। পরে ফিরে যান স্পেনে এবং যোগ দেন রিয়াল মাদ্রিদের যুব দলে। ইউরোপের সফলতম ক্লাবের যুব দলে ২০১০-১১ মৌসুমে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

লেসকানোর পেশাদার ক্যারিয়ার শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আহলিতে। এরপর খেলেছেন সুইজারল্যান্ডের এফসি লুগানোসহ আরও কয়েকটি ক্লাবে। সর্বশেষ চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে খেলেছেন তিনি।

বসুন্ধরা কিংসের আক্রমণভাগে গোলের খরা কাটাতেই লেসকানোকে দলে টেনেছে ক্লাবটি। শিগগিরই ঢাকায় আসবেন তিনি। তার সঙ্গে দলে ফিরছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভ। এছাড়াও কিংসের স্কোয়াডে যোগ দিচ্ছেন এক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এবং ঘানার এক উইঙ্গার।


সংবাদটি শেয়ার করুন....