ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার কারা

অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

দুবাইয়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। ম্যাচের তিন দিন আগে গতকাল (বৃহস্পতিবার) চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

এই টুর্নামেন্টের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার পল রাইফেল। ইলিংওয়ার্থে এ নিয়ে টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন।
তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ। পরদিন লাহোরে আরেক সেমিফাইনালে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল।
দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার।

ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....