
নিজেদের একের পর এক ভুলের কারণে জয়ের সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। ভারত ১৯৪ রানের টার্গেটে সমান রান করে ম্যাচটি টাই করে ফেলে ভারত। এরপর খেলা চলে যায় সুপার ওভারে। সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুটি উইকেট হারায়, ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। সেটি সহজ হলেও কিছুটা কঠিন হয়ে ওঠে, তবে ওয়াইডের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে।
পুরো ম্যাচেই বাংলাদেশের অনেক ভুল হয়েছে। ক্যাচ ও ফিল্ডিং মিসের কারণে ১৯৪ রানের পুঁজি নিয়েও ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায় সুপার ওভারে। শেষ বলের আগে ভারতের প্রয়োজন ছিল ৪ রান, কিন্তু তারা দুই রান নিয়ে হারের মুখে ছিল। তবে আকবর আলি স্টাম্পে বল লাগাতে গিয়ে মিস করেন, আর ভারত আরেকটি রান নিয়ে ম্যাচ টাই করে দেয়। সুপার ওভারে বাংলাদেশের আরেকটি ভুল হয়, যেখানে মাত্র ১ রান প্রয়োজন ছিল, কিন্তু ইয়াসির আলি রাব্বি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। তবে শেষ পর্যন্ত ভারতীয় স্পিনার সুয়াশ শর্মার ওয়াইড বলের কল্যাণে এই যাত্রায় পার পেল বাংলাদেশ।
বাংলাদেশ ‘এ’ দল এখন ফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে আজ পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যে ম্যাচ হবে, যার বিজয়ী দলের সাথে বাংলাদেশ আগামী ২৩ নভেম্বর ফাইনালে খেলবে।
রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে কাতারের দোহায় বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে শুরুটা ভালো করে। ওপেনিং জুটিতে সোহান ও জিসান ৪.২ ওভারে ৪৩ রান সংগ্রহ করেন। পরে দ্রুত উইকেট হারালেও সোহানের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৫ রান। বাকি ব্যাটাররা খুব একটা সহায়তা দিতে পারেননি, তবে মেহেরব ও ইয়াসির রাব্বি শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দলকে ১৯৪ রানে পৌঁছাতে সাহায্য করেন।
ভারত ১৯৫ রান তাড়ায় প্রথমে ৫৩ রানের ওপেনিং জুটি গড়ে। ভৈবভ সূর্যবংশী ৩৮ রান এবং প্রিয়াংশ আরিয়া ৪৪ রান করেন। শেষদিকে নেহাল ওয়াদহেরা ও রামানদীপের ব্যাটে ২৬ রান আসে। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান, তবে রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি সুপার ওভারে চলে যায়।
