ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট দিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুর্বার রাজশাহীকে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়নরা জিতেছে চ্যাম্পিয়নদের মতো করেই। রান পাহাড় টপকে ৪ উইকেটের দাপুটে জয় পেয়েছে তামিম ইকবালের দল।

মিরপুরে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৯৭ রানের শক্ত পুজি দাঁড় করায় এনামুল হক বিজয়ের দল। যা তাড়া করতে নেমে শুরুতে খেই হারালেও দলকে টেনে তুলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। পরে তাকে সঙ্গ দেন ফাহিম আশরাফ। এই দুই ব্যাটার ব্যাট হাতে ঝড় তুলে বরিশালকে ম্যাচ জেতান ১১ বল ও ৪ উইকেট হাতে রেখে।

এদিন প্রথমে ব্যাট করতে নামা রাজশাহীকে পথ দেখান এনামুল। ৫১ বলে ৫ ছক্কা ও ৪ চারে করেন ৬৫ রান। আর শেষ দিকে ৪৭ বলে ৮ ছক্কা ও ৭ চারে ইয়াসির আলি অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এদিন দুটি উইকেট পান কাইল মায়ার্স। শাহিন আফ্রিদি কোনো উইকেট পাননি।

জবাব দিতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক তামিম ফেরেন ৭ রান করে। এরপর তৌহিদ হৃদয় ৩২ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে বরিশাল। মায়ার্স ও মুশফিকুর রাহিমও দলকে টানতে পারেননি। দায়িত্ব নেন মাহমুদউল্লাহ। আফ্রিদির পর তাকে সঙ্গ দেন ফাহিম। শেষ দিকে এই দুই ব্যাটার ঝড় তুলেন। একের পর এক ছক্কায় দিশেহারা তখন রাজশাহীর বোলাররা। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারকে ফেরানো না গেলে সহজ জয় পায় বরিশাল।

বরিশালের হয়ে ২৬ বলে ৪ছক্কা ও ৫ চারে ৫৬ রান করেন মাহমুউল্লাহ। অন্যদিকে ২১ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন ফাহিম। রাজশাহীর হয়ে তাসকিনের শিকার ৩ উইকেট।

বরিশালের পরের ম্যাচ আগামী ২ জুনায়ারি। যেখানে দলটি মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে। অন্যদিকে দুর্বার রাজশাহী একইদিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে।


সংবাদটি শেয়ার করুন....