ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

এমবাপের পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাবে আনচেলত্তি, ‘খুব বাজে?

স্পোর্টস ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রেয়াল মাদ্রিদের টানা তিন ম্যাচে গোলের দেখা পাননি কিলিয়ান এমবাপে। তার পারফরম্যান্স নিয়ে তাই আবারও উঠে গেছে প্রশ্ন, চলছে সমালোচনা। তবে ফরাসি তারকার পারফরম্যান্সের অধারাবাহিকতাকে ‘স্বাভাবিক’ মনে করছেন কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচের মতে, ঠাসা সূচিতে খেলোয়াড়দের ধারাবাহিকতা ধরে রাখা কঠিন।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন এমবাপে। রদ্রিগো ও ব্রাহিম দিয়াসের গোলে গত মঙ্গলবারের ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে রেয়াল। প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলিয়ে এমবাপে করেছিলেন চার গোল।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রেয়ালের জার্সিতে ২৮ গোল করেছেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। তবে দলের সবশেষ তিন ম্যাচে আতলেতিকো, রেয়াল বেতিস ও জিরোনার বিপক্ষে জালের দেখা পাননি তিনি।

লা লিগায় রোববার রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয় যে, আতলেতিকোর বিপক্ষে এমবাপের পারফরম্যান্সের সমালোচনা যুক্তিসঙ্গত কি না। অভিজ্ঞ এই কোচ বলেন, “খুব বাজে? না।”

“আমরা যা দেখতে পাচ্ছি তা হলো, সিটির বিপক্ষে সে যেমনটা খেলেছে, আতলেতিকোর বিপক্ষে তেমনটা পারেনি। সিটির বিপক্ষে সে তিন গোল করেছে (ফিরতি লেগে), আর আতলেতিকোর বিপক্ষে সে গোল করেনি। এমনিতে সে খুব ভালো খেলছে। তাকে নিয়ে আমরা খুব খুশি।”

বড় মাপের খেলোয়াড়দের পারফরম্যান্সের উত্থান-পতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন রেয়াল মাদ্রিদ কোচ।

“সে সবসময় তার সেরাটা দিতে পারবে না। আতলেতিকোর বিপক্ষে সে (সেরা ছন্দে) ছিল না, কিন্তু এত কঠিন মৌসুমে মানসম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে এটা স্বাভাবিক। মানসম্পন্ন খেলোয়াড়দের উত্থান-পতন থাকে। এটা জিনগত ব্যাপার।”

“ভালো মানের খেলোয়াড়দের ধারাবাহিক থাকা কঠিন। কিন্তু সে ভালো করছে। আমরা যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আছি, এটা অনেকটা তার কারণেই।”


সংবাদটি শেয়ার করুন....