ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ করেছে, ইন্ডিয়া টুডে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত বৈঠকের ওপর ভিত্তি করে রচিত, যার শিরোনাম ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে। ’ প্রকাশিত এই প্রতিবেদনটি সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন এবং একসময় সম্মানজনক সংবাদমাধ্যমের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দৃষ্টান্ত। এতে বলা হয়, প্রতিবেদনটি নির্ভরযোগ্য উৎস বা কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এতে প্রকাশিত তথ্যে কোনো সত্যতা নেই এবং তথাকথিত ‘অভ্যুত্থানের আশঙ্কা’ একেবারেই প্রতারণামূলক। ইন্ডিয়া টুডে বারবার কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই সংবেদনশীল খবর প্রকাশ করছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠতার পরিপন্থী। বিজ্ঞপ্তিতে বলা হয, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে। গত ১১ মার্চ আমরা প্রকাশিত একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রতিবেদন খণ্ডন করে বিবৃতি দিয়েছিলাম। তবু এ ধরনের অসত্য প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকায় এটি ইন্ডিয়া টুডের সম্পাদনা নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য, যা শুধু দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভক্তি ও অবিশ্বাস সৃষ্টি করে।

স্পোর্টস ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অবশেষে অপেক্ষার পালা শেষ। প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ডিফেন্সিভ মিডফিল্ডারকে রেখেই একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের গোলবারে দাঁড়াবেন মিতুল মারমা।
রক্ষণভাগ সামলাবেন তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন ও শাকিল আহাদ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও একাদশে ফিরেছেন তারিক। তার মতোই আক্রমণভাগে ফিরেছেন শেখ মোরসালিন।

আর হামজার সঙ্গে প্রথমবার বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন।
আক্রমণভাগে ইমনের সঙ্গী মোরসালিন ও রাকিব হোসেন। মাঝে হামজার সঙ্গী মুজিবুর রহমান জনি ও মোহাম্মদ হৃদয়। তবে একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে অবসর ভেঙ্গে আবার আন্তর্জাতিক ফুটবলে ফেরা সুনীল ছেত্রীকে নিয়ে একাদশ সাজিয়েছেন ভারতীয় কোচ মানালো মার্কেস। আর ৭ বছর পর ভারতের গোলবার সামলাবেন গোলরক্ষক বিশাল কাইথ।

আজ ২২ বছরের অপেক্ষা ফুরাতে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছিল বাংলাদেশ। আর সর্বশেষ ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল।

বাংলাদেশের একাদশ-

মিতুল মারমা (গোলরক্ষক), তপু, তারিক, সাদ, শাকিল আহাদ, হৃদয়, হামজা, মোরসালিন, মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন।

ভারতের একাদশ-

বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশীষ বোস, সন্দেস জিঙ্গান, লিস্টন কোলাসো, ফারুক চৌধুরী, উদান্তা সিং, সুনীল ছেত্রী, আয়ুশ দেব ছেত্রী লালেংমাউয়া আপুইআ ও বরিস সিং।


সংবাদটি শেয়ার করুন....